muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে পাইপগানসহ অস্ত্রধারী আটক

কিশোরগঞ্জে দেশীয় একটি পাইপগানসহ মো. লিটন (৪০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটক লিটন কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের শামস্ উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে, জেলা শহরের একরামপুর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশায় একজন লোক দেশীয় অস্ত্রসহ অবস্থান করছেন। এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য সেখানে নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। তথ্যের সত্যতা পাওয়া গেলে বুধবার বিকেল ৩টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিএনজিচালিত অটোরিকশাসহ অস্ত্রধারী লিটনকে আটক করা হয়। পরে তার দখলে থাকা অটোরিকশা তল্লাশি করে দেশীয় একটি পাইপগান, নগদ ২ হাজার ৪৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক লিটন পাইপগানটি তার নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানান, অভিযানে আটকের পর লিটনের বিরুদ্ধে অস্ত্র আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tags: