কিশোরগঞ্জের ইটনায় জুয়ার আসর থেকে জুয়া খেলা অবস্থায় জুয়া সিন্ডিকেটের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ। ইটনা থানার বাদলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) সৌরভ বসাক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার সময় উপজেলার রায়টুটি ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মোঃ আনছু শেখের চৌচালা টিনের বসতঘর থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৪ হাজার ১শত ৬০ টাকাসহ জুয়ারীদেরকে আটক করে।
আটকরা হলো রায়টুটি উত্তরপাড়ার (১) ইব্রাহিম মিয়ার ছেলে আনছু শেখ(৩২), (২)লোকমান মিয়ার ছেলে খায়রুল ইসলাম (৩০), (৩) ছেচুর আলী তালুকদারের ছেলে আহাদু আহাদ মিয়া (৫০), (৪)হাদিস মিয়ার ছেলে পায়েল মিয়া (২৮), (৫) আবুল শেখের ছেলে পিয়াস মিয়া (২১), (৬) আব্দুল হাসেমের ছেলে ফোরকান মিয়া (২৮), (৭) কাজলা পাড়ার লাক মিয়ার ছেলে সাফায়েত (২২), (৮) মিল্কীপাড়ার সেলিম মিল্কীর ছেলে সাফায়েত মিল্কি (২৯), (৯)পুর্বপাড়ার বেচু তালুকদারের ছেলে আছির উদ্দিন তালুকদার (৩৮)।
ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীরা দির্ঘদিন ধরে রায়টুটি ইউনিয়নে ও পাশ্ববর্তী নেত্রকোনা জেলার মদন কেন্দুয়া উপজেলার জুয়ারীদের কে নিয়ে বিভিন্ন সময় জুয়ার বোর্ড বসিয়ে যুব সমাজকে ধ্বংসের খেলায় মেতেছে। তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। জড়িত প্রত্যেক কে আইনের আওতায় আনা হবে। গ্রেফতার কৃতদের ইটনা থানার ননএফআইআর প্রসিকিউশন নং-০১/২৩, তারিখ-০৪/০২/২৩ খ্রিঃ, ধারা- ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।