কিশোরগঞ্জের কটিয়াদীতে কাপড়ের দোকান হতে সাড়ে ৫ লাখ টাকার কাপড় চুরির ঘটনায় চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আটকরা হলো বাজিতপুরের নবুরিয়া এলাকার মৃত গোলাম মোহাম্মদের ছেলে সুমন মিয়া (৪০) এবং জেলা সদরের বয়লা এলাকার জলিল মিয়ার ছেলে সোহাগ মিয়া (৪০)।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে চুরির ঘটনায় জড়িত চোরদের আটকের বিষয়ে সংবাদ সম্মেলন করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ নূরে আলম।
তিনি জানান, গত বছরের ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে গচিহাটা বাজারের মাইশা ক্লথ স্টোর অ্যান্ড পর্দা গ্যালারি নামে দোকানে চুরির ঘটনাটি ঘটে। এ সময় মালিক সেজে বিশেষ কায়দায় শাটার খুলে দোকান থেকে ৫ লাখ ১২ হাজার ৪৪০ টাকার মালপত্র দুই পেশাদার চোর একটি প্রাইভেট কারে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় দোকানের মালিক আব্দুল্লাহ আল কাইয়ুম গত ১ জানুয়ারি কটিয়াদী থানায় মামলা করলে গচিহাটা তদন্ত কেন্দ্রের এসআই সফর আলী ২৫ জানুয়ারি পর্যন্ত তদন্ত করার পর তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির এসআই হাসমত আলী তদন্তের পর গতকাল সোমবার সন্ধ্যায় জেলা সদরের বড়পুল এলাকা থেকে সুমনকে আর একরামপুর এলাকা থেকে সোহাগকে প্রাইভেটকারসহ আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ১ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।
মোহাম্মদ নূরে আলম আরও জানান, সুমনের নামে আগে থেকেই তিনটি ও সোহাগের নামে দুটি মামলা রয়েছে। আটকের পর তাদের প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী জানা যায় সাধারণ মানুষের মতো ঘুরাফেরা করেই প্রাইভেট কারের নাম্বার প্লেট বদলিয়ে বিভিন্ন জায়গায় দিনদুপুরে চুরি করত তারা। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুর রহমান, উপপরিদর্শক হাসমত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।