muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

‘আশা করি, এই নববর্ষ বাংলাদেশের মানুষের জন্য সুদিন বয়ে আনবে ‘ খালেদা জিয়া

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- নতুন বছরে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এমন আশাবাদ ব্যক্ত করেন।

খালেদা জিয়া বলেন, ‘নতুন বছরে এদেশে গণতন্ত্র ফিরে আসবে। শান্তি এবং সুদিন আসবে, জনগণের কল্যাণ হবে, খুন-গুম থেকে মানুষ মুক্তি পাবে। দেশে বেকারদের কর্মসংস্থান হবে।’

তিনি বলেন, ‘সবচেয়ে বড় কাজ গণতন্ত্র ফিরিয়ে আনা। সেজন্য বিভেদ ভুলে ঐক্য গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘আশা করি, এই নববর্ষ বাংলাদেশের মানুষের জন্য সুদিন বয়ে আনবে, শুভ হবে।’

তিনি বলেন, ‘গণতন্ত্র ফেরাতে হাতে হাত, কাঁধে কাঁধ রেখে সামনে এগিয়ে যেতে হবে। অনেক যন্ত্রনা আছে, বেদনা আছে। পেছেনের দুঃখ-কষ্ট ভুলে সামনে এগিয়ে যেতে হবে।’ আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের সংগ্রাম গণতন্ত্র ফিরিয়ে আনা। গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসবোই আসবো।’

এর আগে দুপুর আড়াইটায় জাসাস শিল্পীদের গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বিএনপি চেয়ারপারসন সোয়া ৪টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিএনপি চেয়ারপারসন হাত নেড়ে নেতাকর্মীদের অভিনন্দনের জবাব দেন।

জাসাস সভাপতি এমএ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জাসাসের সাধারণ সম্পাদক মনির খান। এতে বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/14-04-2016/মইনুল হোসেন

Tags: