অমর একুশে বইমেলা-২০২৩’এ খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান প্রেস প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কথা সাহিত্যিক কবি মোঃ জহিরুল ইসলাম রতনের জীবন ঘনিষ্ট প্রথম গল্পগ্রন্থ ‘ট্রেনের ফেরিওয়ালা’। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন কবি রকিব ওমি। গ্রন্থটির শুভেচ্ছা মূল্য ২৫০ টাকা। প্রেস প্রকাশনীর ৫৬৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে গ্রন্থটি।
প্রকাশক জানান, মেলার দশম দিন থেকে প্রেস প্রকাশনীর আাল হামরা স্টলে বইটির প্রদর্শনী চলছে। গ্রন্থটিতে অষ্টরসের ভিন্ন ভিন্ন আটটি গল্প থাকায় ইতিমধ্যে পাঠক মহলে বেশ সাড়া পড়েছে। আশা করি মেলার শেষ দিন পর্যন্ত আশানুরূপ সংখ্যক পাঠকের হাতে বইটি পৌছাবে।
গল্পগ্রন্থটিতে জীবনঘনিষ্ট সাতটি সমকালীন গল্প ও একটি মুক্তিযুদ্ধভিত্তিক হৃদয়স্পর্শী গল্পসহ মোট আটটি ছোট গল্প স্থান পেয়েছে। গল্পগুলো হলো- পাখি, ত্রাণ, ডিবি পুলিশ, রূপতী, চৌকিদার, বুলি, কালস্বপ্ন ও ট্রেনের ফেরিওয়ালা। এর’ই মধ্যে ‘ট্রেনের ফেরিওয়ালা’ই একমাত্র মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প, যার নামানুসারে গল্পগ্রন্থটির নামকরণ করা হয়েছে।
মোঃ জহিরুল ইসলাম রতন কবি ও কথাশিল্পী। তিনি বেসরকারি প্রতিষ্ঠান যমুনা ডায়াগনস্টিক সেন্টারে মার্কেটিং ম্যানেজার হিসাবে কর্মরত আছেন । জন্ম ৯ জুলাই ১৯৭৯। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায়। তিনি গল্প ও কবিতা দুই মাধ্যমে বিচরণ হলেও কথাসাহিত্যে মানবজীবনের বহুমাত্রিক রূপের সন্ধান করে থাকেন। তিনি মূলত সহজ শব্দ ও ছোট ছোট বাক্যে ছন্দময় গতিতে তাঁর সাহিত্যকে গতিময় করেন। তাঁর গল্পগ্রন্থটি বাস্তবতা এবং মানুষের স্বপ্নময় নিজস্ব ভুবনের দ্বৈরথকে একীভূত করে পাঠককে নিজস্ব একটি ভুবনে নিয়ে যান।
লেখকের আন্যান্য প্রকাশিত গ্রন্থসমূহ- উপন্যাস- জীবননাশা নদী, বিলপাড়ের ময়না, স্বর্গের সাড়ে তিন হাত ও প্রবাসীর বৌ। কবিতা সংকলন- উদাস গোধূলী। ম্যাগাজিন- খোলা জানালা, উসারা ও বাংলা ঘর। মঞ্চ নাটক- এখনো অন্ধকার, সমাজ বাচাঁও, পরিবর্তন, নাগিনী, বঙ্গবন্ধুর পথে, ঝরা কলি ও রক্ত থেকে রক্ত। নাট্যরূপ- দুই বিঘা জমি, পোস্টমাস্টার ও টেলিভিশন নাটক অচেনারে চেনা মনে হয়।
গল্পগুলোর সার-সংক্ষেপ-
পাখি : পাখি গল্পটি অর্থনৈতিক বৈষম্যের শিকার হওয়া মানুষের জীবন সংগ্রাম এবং সমাজের সেই অবস্থাকে তুলে ধরা হয়েছে যেখানে মানবেতর মানুষের অবস্থান একটি কুকুরের নীচে। মৃত্যু যেনো আরও তুচ্ছ।
ত্রাণ : এ গল্পের ভেতর দিয়ে পুঁজিবাদী সমাজের শিকার বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষক সমাজের জীবন যন্ত্রনা এবং পুঁজিবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদকে জাগিয়ে তুলেছেন পাঠক মনে।
ডিবি পুলিশ : একজন সৎ, নির্ভীক, আদর্শবান চরিত্রকে কেন্দ্র করে গল্পটি তৈরি করা হয়েছে। হারানো সন্তান এবং তার স্ত্রী ফারজানার মাতৃত্বের হাহাকার এবং হারানো সন্তানকে পেয়েও না পাওয়ার স্ট্রেজিটি গল্পটিকে জীবন্ত করে তুলেছে।
রূপতী : নারীরূপ এবং সেই রূপের অহংকার কিভাবে একটি সংসারকে ধ্বংস করে দেয় তারই প্রতিচ্ছবি গল্পটিতে ফুটিয়ে তোলা হয়েছে। একসময় পরিবারের সব সদস্যদের নিয়ে জাঁকজমকপূর্ণ থাকে, সে পরিবারটা একদিন ম্লান হয়ে যায় একটি নারীর কারণে। জীবনের প্রয়োজনে সবাইকে ঘর ছেড়ে চলে যেতে হয় দূর দূরান্তরে। এমনই অনেক সুখ বিষাদের গল্প তুলে ধরা হয়েছে ।