নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধানসহ দুইজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরান এ রিমান্ড মঞ্জুর করেন। কোর্ট পরিদর্শক মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া জঙ্গিরা হলেন- জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান মাসুকুর রহমান রণবীর (৪৪) ও বোমা বিশেষজ্ঞ আবুল বাসার মৃধা (৪৪)।
আদালত সূত্রে জানা যায়, গত ২৩ জানুয়ারি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়পাড়া সাকিনের ইয়াহিয়া গার্ডেন এলাকার একাশিয়া বাগানে অভিযান পরিচালনা করে সিলেটের শাহপরাণ এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মাসুকুর রহমান ওরফে রণবীর ও মাদারীপুরের রাজৈর এলাকার মৃত আব্দুর রউফ মৃধার ছেলে আবুল বাসার মৃধাকে (৪৪) অস্ত্র, কার্তুজ ও নগদ টাকাসহ আটক করেন র্যাব-১৫ এর সদস্যরা। ২৪ জানুয়ারি তাদেরকে বান্দরবান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক সৈয়দা সুরাইয়া আক্তার কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে কোর্ট পরিদর্শক মো. আব্দুল মজিদ জানান, সন্ত্রাস ও রাষ্ট্রদ্রোহী মামলায় মাসুকুর রহমান রণবীর, আবুল বাশার মৃধা, নিজাম উদ্দীন হিরণ, মো. সাদিকুর রহমান, সালেহ আহমদ, মো. ইমরান বিন রহমান, বায়েজিদ ইসলামসহ সাতজনকে আদালতে তোলা হলে সাত দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরই প্রেক্ষিতে আদালত মাসুকুর রহমান রণবীর ও আবুল বাসার মৃধার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।