muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ইউপি নির্বাচনে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহনমন্ত্রী বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বিভিন্ন অভিযোগের সত্যতা কতটুকু, তা যাচাই করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার দুপুরে ফেনী সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, ‘ঐতিহ্য ও প্রযুক্তির সমন্বয়ে সময়ের চাহিদা মেটাতে ঘোষণাপত্র ও গঠনতন্ত্রে প্রয়োজনীয় ইতিবাচক পরিবর্তন আসবে। আগামী আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্বে নতুন রক্তের সঞ্চালন হবে।’

ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে নির্বাচন কমিশনের কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু বিএনপি যেসব অভিযোগ করছে, তা আদৌ সত্য নয়। কোথায় তাদের লোক নিহত হয়েছে বা আহত হয়েছে অথবা ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে; সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। তারা আন্দোলনেও নিষ্ক্রিয় এবং দীর্ঘদিন দলের কর্মকাণ্ড না থাকায় বিএনপি এতই দুর্বল হয়ে পড়েছে, অনেক জায়গায় তারা প্রার্থী খুঁজে পাচ্ছে না। আবার বিএনপির লোকজন স্বতন্ত্র প্রার্থী হচ্ছে। দীর্ঘদিন পর তারা দলীয় প্রতীক নিয়ে মাঠে নামার সুযোগ পেয়েও তা কাজে লাগতে ব্যর্থ হচ্ছে।

ইউপি নির্বাচনে বিএনপির রাজনৈতিক অবস্থান সম্বন্ধে মন্ত্রী বলেন, ‘বিএনপির অভিযোগের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। যা বলে তা নালিশের ভঙ্গিতে বলে। বিএনপি বিভিন্ন সময়ে নির্বাচন করবে না বললেও আসলে তারা নির্বাচন করবে। তারা এখন নালিশ নির্ভর প্রেস ব্রিফিংয়ের রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তাদের অভিযোগের সত্যতা কতটুকু তা তারা নিজেরাও ভালোভাবে বলতে পারবে না।
বিএনপি যে এতটা দুর্বল রাজনৈতিক দল তা নির্বাচন না হলে বুঝা যেত না। তারা সংগঠনে যেমন নিষ্ক্রিয়, তেমনি আন্দোলনেও নিষ্ক্রিয়। দলীয় প্রতীকে নির্বাচন এটা একটা অর্জনের ব্যাপার।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিন উল আহসান, পুলিশ সুপার রেজাউল হক পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ সড়ক ও সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/15-04-2016/মইনুল হোসেন

Tags: