muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

৪০০ ‘নট আউট’ সাকিব

৪০০ ‘নট আউট’ সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকের্ড গড়ে যাচ্ছেন সাকিব আল হাসান।

দেশের হয়ে ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন এই অলরাউন্ডার। ব্যাটে বলের নৈপুন্যে বিশ্বসেরা অলরাউন্ডার খেতাব এখনও দখল করে আছেন সাকিব।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় খেলায় মাঠে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব। এদিন নিজের ক্রিকেট ক্যারিয়ারের ৪০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছেন তিনি।

দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সাকিব। সাকিবের আগে এই কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ক্রিকেটে আজ ৪২৭ তম ম্যাচ খেলছেন মুশফিক।

সাকিব, মুশফিকের পর এই সমীকরণের তিন ও চার নম্বর পজিশনে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। রিয়াদ ও তামিম খেলছেন ৩৮৮ ও ৩৭৬ তম ম্যাচ। ৩০৮ ম্যাচ খেলে এই তালিকায় পাঁচে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

Tags: