muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়

চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়

চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় পিএসজির। পারলেন না মেসি-এমবাপ্পে। নেইমার থাকলেও কি পারতেন? এ বিতর্ক হতেই পারে। বিশ্বসেরা তারকাদের নিয়েও ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চ থেকে শূণ্য হাতে ফিরল ফরাসি চ্যাম্পিয়নরা।

বৃহস্পতিবার নিজেদের মাঠে ছন্দে থাকা বায়ার্ন মিউনিখ ছিল আরও আত্মবিশ্বাসী। ২-০ গোলের জয়ে শেষ আট নিশ্চিত করল জার্মান চ্যাম্পিয়নরা। সেখানে তাদের সঙ্গী হয়েছে এসি মিলান।

দুই পর্বের ম্যাচের প্রথম পর্বে ১-০ গোলে এগিয়েই ছিল বায়ার্ন। শেষ আটে যেতে হলে বুধবার রাতে অন্তত ২-০ গোলে জিততে হত মেসিদের। খেলার ফল সেই ২-০ হল। কিন্তু সেটা বায়ার্নের পক্ষে। এদিন বায়ার্নের হয়ে গোল করে ম্যাক্সিম কোপো-মোটিং, যিনি কিনা একটা সময় পিএসজিতেই খেলতেন। অপর গোলটি করেন তরুণ তারকা সের্গে জিনাব্রি। মেসিরা দুই পর্ব মিলিয়ে ১৮০ মিনিটে বায়ার্নের বিরুদ্ধে একটা গোলও করতে পারেননি।

বায়ার্নের পাশাপাশি এদিন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে এসি মিলানও। টটেনহ্যাম হটস্পারকে দুই পর্ব মিলিয়ে ১-০ গোলে হারিয়ে শেষ আটে চলে গেল মিলানের ক্লাবটি। এর আগেই বেনফিকা এবং চেলসি শেষ আটে চলে গিয়েছে।

ম্যাচের শুরুর দ্বিতীয় মিনিটেই দারুণ সুযোগ তৈরি করেছিল পিএসজি। তবে এমবাপ্পের শট ঠেকিয়ে দেন বায়ার্ন গোলকিপার ইয়ান সমের। ১৯তম মিনিটে আবার সুযোগ পান এমবাপে, এবার তিনি মারেন গোলপোস্টের বাইরে।

খেলার ২৫তম মিনিটে ডি বক্সে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান মেসি। তার তিনটি শট জটলার মধ্য থেকে ফিরিয়ে দেন বায়ার্ন ডিপেন্স। শেষ পর্যন্ত গ্লাভসে নিতে পারেন বায়ার্ন গোলকিপার।

৩২তম মিনিটে নিজেদের প্রথম ভালো সুযোগ পায় বায়ার্ন। জামাল মুসিয়ালার শটে ঝাঁপিয়ে ব্যর্থ করে দেন পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। অন্যদিকে প্রথমার্ধে বলার মত একটা চান্সই তৈরী করেছিল বায়ার্ন। যেখানে ব্যর্থ জামাল মুসিয়ালা।

কিন্তু দ্বিতীয়ার্ধে ভিন্নরুপে হাজির বায়ার্ন। অফসাইডের কারণে একবার সুযোগ হাতছাড়া করলেও ৬১ মিনিটে আর ভুল করেননি চুপো মোটিং।

ম্যাচে ফিরতে প্রয়োজন একাধিক গোল। কিন্তু পিএসজি করতে পারেনি একটাও। প্রয়োজন ছিল দুটি গোলের। এমবাপে-মেসিরা করতে পারেননি একটিও।

৮২তম মিনিটে গোলের সম্ভাবনা জাগিয়েছিলেন রামোস। তবে এই স্প্যানিশ ডিফেন্ডার একটুর জন্য হেড রাখতে পারেননি লক্ষ্যে।

৮৯তম মিনিটে পিএসজির সব আশা শেষ করে দেন সের্গে জিনাব্রি। প্রতি আক্রমণে জোয়াও কানসেলোর কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় ঠিকানা খুঁজে নেন তিনি। আর এই হারের মধ্য দিয়ে রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় পিএসজির।

ম্যাচ শেষে হারের পেছনে দলের বাজে পারফরম্যান্সকে দায়ি করেছেন কোচ ক্রিস্তফ গালতিয়ে। একইসঙ্গে নেইমারসহ গুরুত্বপূর্ণ কিছু ফুটবলারের না থাকা। হতাশার মাঝে লিগ চ্যাম্পিয়নশিপে নজর কোচের।

Tags: