muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জাতীয় গ্রিডে আদানির বিদ্যুৎ সঞ্চালন শুরু

জাতীয় গ্রিডে আদানির বিদ্যুৎ সঞ্চালন শুরু

ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বৃহস্পতিবার (৯ মার্চ) জাতীয় গ্রিডের সঙ্গে পরীক্ষামূলকভাবে চালুকরা হয়েছে।

আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

আদানির বিদ্যুৎ সঞ্চালনের জন্য পিজিসিবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করেছে। নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালন করা হচ্ছে।

Tags: