muktijoddhar kantho logo l o a d i n g

আবহাওয়া ও জলবায়ু

দিনের তাপমাত্রা বাড়বে, রাতে কমবে

দিনের তাপমাত্রা বাড়বে, রাতে কমবে

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে রাতে কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। তবে পরবর্তী ৭২ ঘন্টায় সারা দেশের তাপমাত্রা বাড়তে পারে।

এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কোনো সতর্কবাণী নেই। তাই কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

ঢাকায় শনিবার উত্তরপশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ। শনিবার ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৬ মিনিটে।

Tags: