পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চলতি মৌসুমে রান বন্যা বয়ে যাচ্ছে। এক একটি ম্যাচে আড়াইশ রান তুলেও কোনো দল স্বস্তিতে থাকতে পারছে না। গতকালও ঘটলো এক ঘটনা। মুলতান সুলতান ২৬৩ রানের লক্ষ্য দিয়েও কোয়েটার গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে জিতেছে মাত্র ৯ রানে। রান পাহাড়ের এই ম্যাচ অসংখ্য রেকর্ড হয়েছে।
এই ম্যাচে মোট রান হয়েছে ৫১৫। যেখানে স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে দুই ইনিংস মিলিয়ে এটাই সর্বোচ্চ রান। এর আগে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৫০১, দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি লিগের টাইটান্স ও নাইটস ম্যাচে।
উসমান খান কোয়েটার বিপক্ষে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেছেন। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টটির ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। আগের দ্রুততম সেঞ্চুরিটি ছিল রাইলি রুশোর। কদিন আগেই মুলতানের হয়েই পেশোয়ার জালমির বিপক্ষে রান তাড়ায় ৪১ বলে সেঞ্চুরি করেন এই প্রোটিয়া।