কিশোরগঞ্জের বাজিতপুরে দেশীয় আগ্নেয়াস্ত্র পাইপগান ও কার্তুজসহ দুর্ধর্ষ ডাকাত রুকনুজ্জামান ওরফে রোকনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার সরারচর ইউনিয়নের দক্ষিণ সরারচর এলাকা থেকে তাকে গ্ৰেফতার করা হয়।
দুর্ধর্ষ ডাকাত রোকন (৩৮) উপজেলার সরারচর ইউনিয়নের মাছিমপুর এলাকার শামসুদ্দীনের ছেলে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে দুর্ধর্ষ ডাকাত রুকনুজ্জামান ওরফে রোকন দক্ষিণ সরারচর এলাকার আক্তার ভ্যারাইটিস ষ্টোরের সামনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্ৰেফতার করা হয়। এরপর তার দেহ তল্লাশি করে কোমরে পলিথিনে মোড়ানো অবস্থায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র পাইপগান ও ২টি কার্তুজ উদ্ধার করা হয়।
ওসি মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বাজিতপুর থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার হওয়া রোকনের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও অস্ত্র মামলার একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।