muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ

বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিল বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষটিতে ইংল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে বাংলাদেশ। ৩-০ ব্যবধানের এ জয়ে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশের লজ্জা দিল টাইগাররা।

আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাটিং নামা টাইগাররা লিটন দাস ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান করে। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের দাপটে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানে থামে ইংলিশরা।

বাংলাদেশের দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় ইংল্যান্ড। টাইগারদের হয়ে অভিষিক্ত স্পিনার তানভির ইসলাম নিজের ও দলীয় প্রথম ওভারে ফিল সল্টকে শূন্য রানে ফেরান।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলে ইংলিশরা। ডেভিড মালান ও অধিনায়ক জস বাটলার এই জুটিতে ৭৬ বলে ৯৫ রান তোলেন। তবে মোস্তাফিজুর রহমানের করা দলীয় ১৪তম ওভারে এই দুই ব্যাটারই আউট হলে ম্যাচে ফেরে বাংলাদেশ। হাফসেঞ্চুরি করা মালানকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে বিদায় করেন মোস্তাফিজ। ৪৭ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৫৩ করেন বাঁহাতি ওপেনার। ওভারের দ্বিতীয় বলেই ৩১ বলে ৪০ করা বাটলার রান আউট হন। মেহেদী হাসান মিরাজের দারুণ থ্রোতে স্টাম্প ভাঙে।

পুরোদমে ম্যাচে ফেরা বাংলাদেশ এপর আর ইংলিশ ব্যাটারদের দাঁড়াতে দেয়নি। ১৩ রান করে অপরাজিত থাকেন ক্রিস ওকস। ১১ রান করে তাসকিন আহমেদের বলে বোল্ড হন বেন ডাকেট।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন সর্বোচ্চ ২টি উইকেট পান। একটি করে উইকেট দখল করেন তানভির, সাকিব আল হাসান ও মোস্তাফিজ। মোস্তাফিজ ৪ ওভারে মাত্র ১৪ রান দেন।

এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের ঝড়ো শুরুর পর উদ্বোধনী জুটিতে ৫৫ রান তোলেন লিটন দাস ও রনি তালুকদার। পরে অষ্টম ওভারে আদিল রশিদের বলে বিদায় নেন রনি। তিনি ২২ বলে ২৪ রান করেন।

১৩তম ওভারে লিটন দাসের ফিফটির পর বাংলাদেশ শতকের দেখা পায়। ডানহাতি এই ওপেনারের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নবম হাফসেঞ্চুরি। ৪১ বলে তিনি ফিফটি করেন। দারুণ ব্যাটিং করা লিটন দাস অবশেষে বিদায় নিয়েছেন। ১৭তম ওভারের শেষ বলে ক্রিস জর্ডানের বলে তুলে মারতে গিয়ে ফিল সল্টকে ক্যাচ দেন তিনি। ৫৭ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৭৩ করেন লিটন।

বিপিএল থেকে অসাধারণ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত এদিন ৩৬ এক চার ও ২ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক সাকিব আল হাসান ৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

Tags: