দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানকে দেশে ফিরিয়ে আনতে সব রকম চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শবিবার রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান যোগদান শেষে এ কথা বলেন তিনি।
মন্ত্রী জানান, এরইমধ্যে তাকে ধরতে ইন্টারপোলের সহযোগীতা চাওয়া হয়েছে। তবে আরাভ যেহেতু ভারতীয় পার্সপোটধারী সেক্ষেত্রে কোন আইনে ইন্টারপোল আরাকভে বাংলাদেশের কাছে ফেরত দেবে? সে প্রশ্নের কোনো জবাব দেননি স্বরাষ্ট্রমন্ত্রী।
চিত্রনায়িকা মাহিয়া মাহির গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সুর্নিদিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।