muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মুশফিকের ‘৭০০০’

মুশফিকের ‘৭০০০’

তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। আজ সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এই কীর্তি গড়েন মিস্টার ডিপেন্ডেবল।

মাইলফলক গড়তে এ ম্যাচে ৫৫ রান দূরে থাকতে মাঠে নামেন মুশফিক। এর আগে ২৪৩ ম্যাচে ৬৯৪৫ রান করেছেন তিনি। ৮টি সেঞ্চুরি ও ৪৩টি ফিফটি ছিল।

মুশফিকের আগে টাইগার ব্যাটারদের মধ্যে এই অর্জন গড়েন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তামিমের অবশ্য ওয়ানডে ফরম্যাটে ৮ হাজারের বেশি রান রয়েছে। আর এই সিরিজের প্রথম ম্যাচে ৭ হাজার রান করেন সাকিব।

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকের ওয়ানডেতে অভিষেক হয়। যেখানে ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে ১৩ হাজারের বেশি রান করেছেন তিনি।

Tags: