মেয়াদোত্তীর্ন লাইসেন্স, মেয়াদোত্তীর্ন ঔষধ, ঔষধের সেম্পল বিক্রিসহ নানান অনিয়মের কারণে কিশোরগঞ্জের করিমগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
২৩ মার্চ, বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা বেগম সাথী’র নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত শহরের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ন লাইসেন্স, মেয়াদোত্তীর্ন ঔষধ, ঔষধের সেম্পল বিক্রিসহ নানান অনিয়মের কারণে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
মাহমুদা বেগম সাথী জানান, বাংলাদেশ ড্রাগ এক্ট আইন ১৯৪০ এ ধারা ১৮ এর (ক) ও (গ) লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোকে ১৮০০০/- টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানকালে যেসব ব্যবসা প্রতিষ্ঠানে সামান্য অনিয়ম লক্ষ করা গেছে তাদেরকে দ্রুত সময়ে নিয়মের মধ্যে ব্যবসা পরিচালনা করার জন্য প্রাথমিকভাবে সতর্ক করে দেন এ কর্মকর্তা। এসময় করিমগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযানকালে সহায়তা করেছে বলে জানান এ কর্মকর্তা।
তিনি আরও জানান, অনিয়মে এক চুলও ছাড় নয়। যে কেউ এ ধরনের অপরাধে যুক্ত থাকলে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হবে।
যেসব প্রতিষ্ঠানকে যতটাকা জরিমানা করা হয়- মেসার্স হাবিব মেডিকেলকে – ২০০০ টাকা, মা মেডিকেলকে- ৫০০০ টাকা, আবু খালেক মেডিকেলকে- ৩০০০ টাকা, পপি মেডিকেলকে- ৩০০০ টাকা ও মামুন মেডিকেলকে-৫০০০ টাকা।