muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

অনিয়ম হলে সংসদ নির্বাচনের ভোট বাতিল করবে ইসি

অনিয়ম হলে সংসদ নির্বাচনের ভোট বাতিল করবে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম হলে ভোট বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছেন, ভোটাররা কোনো বাধা ছাড়াই পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারবেন, যার নিশ্চয়তা বর্তমান কমিশন দিচ্ছে।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চরম অনিয়মে গত বছরের ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ভোট চলাকালীন বন্ধ করে দেয় কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। ঢাকার নির্বাচন ভবনে বসে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করে এ সিদ্ধান্ত নেন বর্তমান কমিশন। পাশাপাশি ভোটে দায়িত্বরত ১৩৩ জনকে দায়িত্ব অবহেলায় বিভিন্ন মেয়াদে সাজা দেন।

রাশেদা সুলতানা বলেন, আমাদের একটাই মেসেজ, জাতীয় নির্বাচনে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে কোনো রকম বাধা ছাড়াই ভোট দিতে পারবেন, আমরা সেই নিশ্চয়তা দিচ্ছি। গাইবান্ধার উপনির্বাচনে যেমন ভোট বন্ধ করে দিয়েছি, জাতীয় নির্বাচনেও অনিয়ম হলে ভোট বন্ধ করে দেব।

চলতি বছর অনুষ্ঠেয় পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করার আগ্রহ প্রকাশ করে এই কমিশনার বলেন, ভোট গ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত এখনো রয়েছে। তবে সামনে কী হবে তা এখনই বলতে পারব না। তবে আমাদের ইচ্ছা আছে।

দাতা সংস্থাগুলোর কোনো সহায়তা জাতীয় নির্বাচনে নেয়া হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, সে রকম যদি হয়, আমাদের তো নিতে অসুবিধা নেই। তবে কে কী দেবে বা কীভাবে হবে সেটা আগে দেখতে হবে।

সাধারণ মানুষের আস্থা অর্জনে ইসির কী ধরনের পদক্ষেপ রয়েছে জানতে চাইলে রাশেদা সুলতানা বলেন, আস্থার বিষয়টি তো মানসিক। কে, কীভাবে আস্থা পাবে, তা তো আমরা বলতে পারব না। তবে আমরা দায়িত্ব নেয়ার পর এমন কোনো কাজ করিনি যে, কেউ আস্থায় আসবে না। আমরা গাইবান্ধার উপনির্বাচনে সে প্রমাণ দিয়েছি।

Tags: