মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ অনির্ধারিত আলোচনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের টুঙ্গিপাড়ার পৈত্রিক বাড়িটি সংরক্ষণের বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবে বাড়িটিকে আগের কাঠামোয় ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকের একপর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর বাড়ি নিয়ে তৈরি করা একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একইসঙ্গে এটি বই আকারে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। মন্ত্রিসভার একাধিক সদস্য এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠক শেষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ বিষয়ে বলেন, বঙ্গবন্ধুর পৈত্রিক বাড়িটি এরই মধ্যে সংস্কার ও মেরামত করা হয়েছে। এতে বাড়িটির প্রকৃত আকার ফিরে আসেনি। বাড়িটির পুরোনো যে ঐতিহ্য রয়েছে সংস্কারের ফলে তা সংরক্ষণ হওয়ারই কথা। কিন্তু এখানে তার ব্যত্যয় ঘটেছে বলে মনে হচ্ছে।
আসাদুজ্জামান নূর আরো বলেন, বঙ্গবন্ধুর এ বাড়ির সঙ্গে অনেক ইতিহাস-ঐতিহ্য জড়িত। তাই বাড়িটি পুরোনো আকারে ফিরিয়ে নিয়ে সংরক্ষণ করা দরকার। আমরা সেই কাজটিই করতে চাই। তবে প্রধানমন্ত্রী এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেননি। পরে জানাবেন বলে জানিয়েছেন।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/18-04-2016/মইনুল হোসেন