ঢাকা ও রংপুরে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে রংপুরের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাবিরুল ইসলামকে ঢাকা বিভাগে বদলি করা হয়েছে।
অন্যদিকে, রংপুরের বিভাগীয় কমিশনার হয়েছেন সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান।
বুধবার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের এসব কর্মকর্তাকে উল্লিখিত কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।
Tags: