muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

কৃষককে তার যথাযথ সম্মান দিতে হবে: শেখ হাসিনা

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ঘরে বসে মজার মজার ফল, খাদ্য খেলেই হবে না। জানতে হবে কোন ফসল কী করে হয়, কেমন করে জন্মায়। আমাদের নতুন প্রজন্ম এ বিষয়ে জানলেই আগামীতে আরও কৃষি উন্নতি সম্ভব। এতে কৃষকের প্রতি সবার সম্মান জন্মাবে।

তবে এখন দেখা যায় কৃষকের ছেলে পড়াশোনা শিখে কৃষক হতে চায় না, কোনো কোনো সময় তো বাবার পরিচয়ও দিতে চায় না সে ছেলে। এটি যেন না হয় সে জন্য কৃষককে তার যথাযথ সম্মান দিতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, সব ছাত্র-ছাত্রীকে মাঠে যেতে হবে। শিক্ষাকার্যক্রমের ‍আওতায় তাদের কৃষি মাঠে নিয়ে যাওয়া উচিত, স্কুল-কলেজে এ জন্য যদি অতিরিক্ত নম্বরের ব্যবস্থাও করা লাগে তবে সেটি করতে হবে।

শেখ হাসিনা বলেন, আমরা কৃষি উপকরণ কার্ড দিয়েছি, যা ২ কোটি কৃষক পাচ্ছেন। এছাড়া দেওয়া হচ্ছে ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা, যা ১ কোটি কৃষক পাচ্ছেন। আমরা দেশি মাছের উৎপাদন বৃদ্ধিতে গবেষণা চালু করি- এর পরিপ্রেক্ষিতে আমরা মিঠা পানির মাছ উৎপাদনে চতুর্থ স্থান নিয়েছি এখন।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি বলেছিল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, এতে বিদেশি সাহায্য আসবে না। চিন্তা-চেতনায় কী পার্থক্য আমাদের সঙ্গে তাদের, একবার এটি ভাবুন!

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/19-04-2016/মইনুল হোসেন

Tags: