muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মোস্তাফিজকে ছাড়া তিন ম্যাচেই হার দিল্লির

মোস্তাফিজকে ছাড়া তিন ম্যাচেই হার দিল্লির

বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে ছাড়া আইপিএলের চলতি আসরে তিন ম্যাচে অংশ নিয়ে টানা হেরে যায় দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের চলমান ১৬তম আসরে নিজেদের প্রথম ম্যাচে দিল্লি হারে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে। সেই ম্যাচে ১৯৪ রানের টার্গেট তাড়ায় দিল্লি হারে৫০ রানে।

দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৮ উইকেটে ১৬২ রান করে দিল্লি হারে ৬ উইকেটে।

শনিবার গুয়াহাটিতে টস জিতে রাজস্থান রয়েলসকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় দিল্লি। আগে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে রাজস্থান। ২০০ রানের বিশাল টার্গেট তাড়ায় সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় দিল্লি।

অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৫৫ বলে সর্বোচ্চ ৬৫ রান করলেও দলের হার এড়াতে পারেননি।

এছাড়া ৩৮ ও ১৪ রান করে করেন ললিত যাদব ও রিশি ভেনদার ডুসেন। বাকি ব্যাটসম্যানরা কেউই দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। যে কারণে হার এড়ানো সম্ভব হয়নি।

Tags: