muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

আয়ারল্যান্ড সফরে দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

আয়ারল্যান্ড সফরে দল ঘোষণা, নেই মাহমুদউল্লাহ

আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আজ রোববার সিরিজ উপলক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষিত দলে এবারও জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলার পর আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে অনুষ্ঠিত সর্বশেষ সিরিজে তাকে বিশ্রাম দিয়েছিল বিসিবি।

এদিকে, আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েছিলেন পেসার তাসকিন আহমেদ। পরে টেস্টে খেলতে পারেননি তিনি। নতুন ঘোষিত দলেও রাখা হয়নি এই স্পিডস্টারকে। তবে দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি পেসার মৃত্যুঞ্জয় চৌধুরি।

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরি।

Tags: