ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম আজ বলেছেন, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন ছাড়া অনিবন্ধিত মোবাইল সিমগুলো ১ মে তারিখ থেকে নোটিস পাঠিয়ে বন্ধ করে দেয়ার কাজ শুরু হবে।
তিনি বলেন, ‘সিম বন্ধ করার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে অনিবন্ধিত সিম বরাবরে নোটিস পাঠানো হবে। এরপর সেগুলো এক ঘণ্টার জন্য বন্ধ করা হবে এবং ২/১ দিন পরে আবারও অনুরূপ করা হবে। এরপরও সেগুলো বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন না করলে চূড়ান্তভাবে বন্ধ করে দেয়া হবে।’
আজ সচিবালয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন বুথের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
২৮ এপ্রিল পর্যন্ত সকল অপারেটরের সিম এসব বুথ থেকে নিবন্ধন করা যাবে।
প্রায় ৬ কোটি ৩৫ লাখ সিম নিবন্ধনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট সিম নিবন্ধনের কাজ শেষ হবে।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ৩০ এপ্রিলের মধ্যে চলমান মোবাইল সিম নিবন্ধনের কাজ পুরোপুরি শেষ হবে।
তারানা হালিম জানান, বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ অন্যান্য পাবলিক প্লেসে প্রচারণা চালানো হবে। –
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/19-04-2016/মইনুল হোসেন