muktijoddhar kantho logo l o a d i n g

আইন আদালত

কুমিল্লায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ ৩ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লায় পরকীয়ার জেরে স্বামীকে হত্যার দায়ে এক নারীসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জাহাঙ্গীর হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নজরুল ইসলাম জানান, পরিবহন শ্রমিক রেজাউল করিম ওরফে রাজা মিয়া হত্যার ৯ বছর পর এ রায় এলো।

দণ্ডিতরা হলেন- কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতানন্দি গ্রামের প্রয়াত রেজাউল করিম ওরফে রাজা মিয়ার স্ত্রী আলো আক্তার (৩০), আলোর প্রেমিক একই গ্রামের তাপস চন্দ্র শীল (২৫) এবং চান্দিনা উপজেলার বশিকপুর গ্রামের মো. রাশেদ (২৮)।

রায় ঘোষণার সময় আসামি রাশেদ আদালতে উপস্থিত ছিলেন এবং বাকি দুই আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল।

মামলার বরাতে অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, রেজাউল করিম রাজা মিয়া মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরাতন চরচাষি ছায়েদ আলী মুন্সী বাড়ির মৃত ছোয়াব আলী বেপারীর ছেলে। পরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্বশুরবাড়ি দাউদকান্দিতে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করছিলেন। রাজা মিয়া উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

২০১৪ সালের ১৩ জুন রাজা মিয়ার মরদেহ পাওয়া যায়। পরদিন রাজা মিয়ার ভাই খাজা মিয়া বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

Tags: