muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

মোস্তাফিজের ওপর দিয়ে বয়ে গেল ‘ঝড়’

মোস্তাফিজের ওপর দিয়ে বয়ে গেল ‘ঝড়’

প্রথম তিন ম্যাচে সুযোগ পাননি। চতুর্থ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের একাদশে সুযোগ মেলে মোস্তাফিজুর রহমানের। সেই ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিলেও রোহিত শর্মার উইকেট নিয়েছেন। তবে আজ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে যেন কোনো সূত্রই মেলাতে পারেননি দ্য ফিজ।

এদিন ৩ ওভারেই ৪১ রান দিয়ে ফেলেন মোস্তাফিজ, ছিলেন উইকেটশূন্য। দলের হয়ে সবচেয়ে বাজে বোলিং তারই। পাওয়ার প্লেতে করা প্রথম ওভারে ১০ রান দিয়েছিলেন বাংলাদেশি এ পেসার। দশম ওভারে আবারও তার হাতে বল তুলে দেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তবে আস্থার প্রতিদান দিতে পারেননি। দুইটি ছক্কা ও একটি চারে দিয়েছেন ১৯ রান। আর ১৯তম ওভারে করা নিজের শেষ ওভারে মোস্তাফিজ দেন ১২ রান।

তবে মোস্তাফিজের এমন খরুচে বোলিংয়েও ১৭৪ রানের বেশি করতে পারেনি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৬ উইকেট হারিয়ে এই রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান আসে বিরাট কোহলির ব্যাট থেকে। বল হাতে দিল্লির হয়ে দারুণ ঝলক দেখান চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। ৪ ওভারে ১ মেডেনসহ ২৩ রানের খরচায় ২ উইকেট তুলে নেন তিনি। ২ উইকেট পান বিরতি শেষে দলে যোগ দেয়া অস্ট্রেলিয়ান পেসার মিচেল মার্শ।

Tags: