muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

আগুনের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত কি না, খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রী

আগুনের ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত কি না, খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রী

বিভিন্ন মার্কেটে আগুনের ঘটনা ষড়যন্ত্র নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর কথাও বলেন তিনি।

আজ শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার শুরুতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেলা ১১টার দিকে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কি না তা তদন্ত করে দেখার কথা জানান শেখ হাসিনা। তিনি বলেন, ‘তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি না তা খতিয়ে দেখতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, ‘ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোনো প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

সভায় বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

Tags: