muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বিমান বাদ দিয়ে রেলভ্রমণে পয়েন্ট হারালো বার্সা

বিমান বাদ দিয়ে রেলভ্রমণে পয়েন্ট হারালো বার্সা

লা লিগার গেতাফের বিপক্ষে ম্যাচের আগে প্রথমবার বিমানের পরিবর্তে রেলভ্রমণ করেছে বার্সা। ধারণা করা হচ্ছে, ৫০৬ কিলোমিটারের দীর্ঘ পথ রেলযাত্রার ক্লান্তি ছাপ পড়েছে খেলায়। গেতাফের বিপক্ষে ম্যাচটি গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হলো বার্সা। এর আগে লিগ ম্যাচেই জিরোনা ও কোপা দেল রে সেমিফাইনালের ফিরতি লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে জালের দেখা পায়নি জাভির দল।

রোববার (১৬ এপ্রিল) কলোসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে গেতাফের বিপক্ষে এই ড্রয়ে খুব একটা ক্ষতি হয়নি বার্সার। ২৯ ম্যাচে কাতালানদের পয়েন্ট এখন ৭৩। সমান ম্যাচ খেলা রিয়ালের সাথে তাদের পয়েন্ট ব্যবধান ১১।

গেতাফের কলিসিয়াম আলফনসো পেরেজে মাঠে নিষ্প্রাণ ড্রয়ের দিনে সামান্য উত্তাপ বলতে যদি কিছু থেকে থাকে, সেটা বিরতির আগমুহূর্তে ফাউলকে কেন্দ্র করে রবার্ট লেভানদোভস্কির সঙ্গে স্বাগতিক খেলোয়াড়দের কথা কাটাকাটি। রেফারি এসে পরিস্থিতি সামাল না দিলে বাগ্‌যুদ্ধটা হাতাহাতির পর্যায়ে চলে যেত।

পুরো ম্যাচে মাত্র ৩টি শট লক্ষ্যে রাখতে পারা বার্সা দারুণ দুটি সুযোগ পেয়েছিল প্রথমার্ধেই। কিন্তু দুই উইঙ্গার আলেহান্দ্রো বালদে ও রাফিনিয়ার শট পোস্টে লেগে ফিরলে হতাশ হতে হয় তাদের।

গেতাফের ডেডলক ভাঙতে দ্বিতীয়ার্ধে মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি ও ডিফেন্ডার জার্দি আলবাকে তুলে নিয়ে দুই ফরোয়ার্ড আনসু ফাতি ও ফেরান তোরেসকে নামান জাভি। ৬৮ মিনিটে মাঠে নামার মধ্য দিয়ে বার্সার হয়ে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন ফাতি। তবে বিশেষ দিনে দলকে জেতাতে পারেননি তিনি।

৮৭ মিনিটে আবার রাফিনিয়াকে তুলে নিয়ে মিডফিল্ডার পাবলো তোরেকে নামান জাভি। বিষয়টা মোটেও পছন্দ হয়নি রাফিনিয়ার। ডাগআউটে বসার আগে রেগে গিয়ে কিছু একটা ছুঁড়ে মারেন ব্রাজিলিয়ান উইঙ্গার।

গোলের সেরা সুযোগটা সৃষ্টি করেছিল গেতাফেই। শেষ দিকে রোনাল্‌দ আরাউহোর ভুলে গোল প্রায় খেয়েই বসেছিল বার্সা। কিন্তু বোর্হা মাইয়োরালের শট দূরের পোস্ট দিয়ে বাইরে চলে যায়। এ নিয়ে টানা তিন ম্যাচে ব্যর্থ জাভির শিষ্যরা।

Tags: