muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে সিটি

বায়ার্নকে বিদায় করে সেমিফাইনালে সিটি

পারল না টুখেলের বায়ার্ন। ঘরের মাঠে আধিপত্য দেখিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। তাতে দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানে হেরে এবারের চ্যাম্পিয়ন্স লিগ মিশন শেষ করল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

কাজটা বেশ কঠিনই ছিল বায়ার্নের কাছে। আলিয়াঞ্জ এরিনায় শুধু জিতলেই হতো না বায়ার্নের জন্য, জিততে হতো কমপক্ষে চার গোলের ব্যবধানে। এমন সমীকরণে ঘরের মাঠে বল দখলের আধিপত্য দেখিয়ে ম্যাচ শুরু করে বায়ার্ন। প্রথম হাফে বল দখলের পাশাপাশি একের পর এক আক্রমণ করে বায়ার্ন, তবে প্রত্যাশিত গোলের দেখা পায়নি তারা।

উল্টো প্রথম হাফেই পেনাল্টি পেয়ে যায় ম্যান সিটি। তবে পেনাল্টি মিস করেন হল্যান্ড। টানা ১৮ পেনাল্টিতে গোল দেয়ার পর মিস করলেন এই নরউইজিয়ান। দ্বিতীয় হাফেও গোলের জন্য মরিয়া হয়ে পরে বায়ার্ন। তবে গোল করতে পারেনি।

ম্যাচের ৫৭ মিনিটে ডি ব্রুইনার পাসে গোল করেন হল্যান্ড। তাতেই মোটামুটি নিশ্চিত হয়ে যায় সিটির সেমিফাইনাল। তবে ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতায় ফেরান কিমিচ। তবে তাতে কাজ হয়নি বেশি। শেষ পর্যন্ত এই এক গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

পুরো ম্যাচে অনেক সুযোগ মিস করে বায়ার্ন মিউনিখ। সে সুযোগগুলো কাজে লাগাতে পারলে হয়তো কিছু একটা হতো। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে টাচলাইন ছাড়তে হয় বায়ার্ন কোচ টমাস টুখেলকে।

Tags: