যুদ্ধকবলিত দেশ সুদান থেকে আরও ২৩৯ বাংলাদেশি জেদ্দা হয়ে দেশে ফিরেছেন। প্রবাসীদের নিয়ে আসা একটি ফ্লাইট আজ শুক্রবার সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন।
গত সোমবার যুদ্ধকবলিত সুদান থেকে জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে নারী, শিশু ও অসুস্থ প্রবাসী ছিলেন।
সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি রয়েছেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।