muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন বিদেশিরা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেছেন বিদেশিরা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বিদেশিরা বাংলাদেশের ক্রমাগত অগ্রগতির প্রশংসা করেছেন। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তারা।

গতকাল শুক্রবার ও আজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইন্ডিয়ান ওশান কনফরেন্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এতে মরিশাস, সিঙ্গাপুর, জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘আমাদের আলোচনায় আমি বলেছি বাংলাদেশ পৃথিবীর ৩৫তম বৃহত্তম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। একই সময় আমরা নিম্নআয়ের দেশ থেকে মধ্যআয়ের দেশে উপনিত হতে যাচ্ছি। এখানেই আমাদের যাত্রা থেমে থাকার নয়। আমরা ২০৪১ সাল নাগাদ উচ্চআয়ের রাষ্ট্রে পরিণত হতে চাই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘এর জন্য আঞ্চলিক সহযোগিতা এবং এ অঞ্চলের কিছুটা বাইরের রাষ্ট্র, যেমন জাপান বা অস্ট্রেলিয়া তাদের সহযোগিতা এবং বিশেষ করে ২০২৬ সাল পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার অধীনে যে শুল্ক সুবিধা আছে সেটি যেন ২০২৯ পর্যন্ত অব্যাহত রাখে। আমরা ইতোমধ্যে পঞ্চম এলডিসি কনফারেন্সে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সুবিধা তিন বছর থেকে বাড়িয়ে ছয় বছর করার জন্য বলেছি।’

শাহরিয়ার আলম বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে খরাসহিষ্ণু প্রতিরোধক একটি ধান আমরা উদ্ভাবন করেছি। জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সফল সফর করেছেন। জাপানের ব্যবসায়ীরা যারা আসবেন তাদের ব্যবসায় পরিবেশ কীভাবে সহজ করা যায় সেটি নিয়ে কাজ করছেন।’

বৈঠকে আলোচ্য বিষয়বস্তু সম্পর্কে তিনি বলেন, এক বাংলাদেশি ছাত্র অস্ট্রেলিয়ায় নিহত হয়েছেন এবং সেজন্য অস্ট্রেলিয়ার অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার দুঃখপ্রকাশ করছেন এবং এর যেন ন্যয়বিচার হয় সেটি তারা দেখবেন বলে আশ্বস্ত করেছেন। জাপান সফরে যে চুক্তি সই হয়েছে বা যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেটির পরবর্তী পদক্ষেপ যেন দ্রুত নেওয়া হয় সেটির বিষয়ে আলোচনা হয়েছে।

খাদ্যনিরাপত্তার জন্য খাদ্য প্রক্রিয়াকরণ, গুদামজাতকরণ, পরিবহন ও সরবরাহের ক্ষেত্রে সহযোগিতা এবং আরও উচ্চফলনশীল শস্য চাষাবাদে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

Tags: