muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

ঢাকার বর্জ্য থেকে হবে বিদ্যুৎ

ঢাকার বর্জ্য থেকে হবে বিদ্যুৎ

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার মধ্য দিয়ে বিদ্যুতের চাহিদা মেটানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১৩ মে) সকালে রাজধানীর গুলশান-২ এর নগর ভবনে মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে তিন বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

মেয়র আতিক বলেন, ঢাকা সিটির বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিকায়ন হবে। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির ব্যবস্থায় খুলবে সম্ভাবনার নতুন দুয়ার।

তিনি আরও বলেন, ‘কোনো সিটি করপোরেশন এর আগে এ ধরনের কাজ করতে পারেনি। উত্তর সিটি করপোরেশন ২০২৫ সালের মধ্যে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবে।’

Tags: