muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়বে কি না, জানালেন প্রধানমন্ত্রী

চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়বে কি না, জানালেন প্রধানমন্ত্রী

অনেক দিন ধরেই চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর জন্য দাবি জানিয়ে আসছেন চাকরিপ্রত্যাশীরা। চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়বে কি না, এবার সে বিষয়টি খোলাসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর নিয়ে আজ সোমবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হবে না বলে জানান।

শেখ হাসিনা বলেন, ‘বয়সসীমা বাড়ানো না, যারা কোভিডের কারণে পরীক্ষা দিতে পারেনি বা নির্বাচনী পরীক্ষায় আসতে পারেনি তাদের ক্ষেত্রে বিষয়টি শিথিল করা হয়েছে। সেটি অলরেডি হয়ে গেছে, অনেকে পেয়েও গেছে। সেটি করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বয়সসীমা নিয়ে আরেকটি কথা বলতে চাই। একটা সময় খুব আন্দোলন-টান্দোলন করলেন, আমরা একটা হিসাব নিলাম। ২৪-২৫ বছরের একজন যখন পরীক্ষা দেয় তার যে রেজাল্ট আসে আর ৩০ বছরে যে পরীক্ষা দেয় সে কিন্তু ফেল করে। তার (৩০ বছর বয়সী) সে রেজাল্ট আসে না। আমি পুরো চার্ট বের করে নিয়ে আসছিলাম।’

সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের প্রধানকে কোন চিন্তা থেকে পদ্মা সেতুর ছবি উপহার দিয়েছেন- এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘পেইন্টিং আমি এই জন্য নিয়ে গেছি যে আমাদের দেশে যে খুব ভালো পেইন্টার আছে, যারা খুব চমৎকার পেইন্টিং করতে পারেন সেইটা জানানোর জন্য। বিশ্বের কারও যদি পেইন্টিং প্রয়োজন হয় আমাদের কাছে চাইতে পারবে।’

তিনি বলেন, ‘আর পেইন্টিংয়ের বিষয়বস্তুটা এই জন্য করেছি যে বাংলাদেশের মানুষের জন্য সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে পদ্মা সেতু। এটাই, আর কিছু না সেখানে। অন্য কোনো উদ্দেশ্য নেই।’

Tags: