বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৫ মে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।
স্থগিত করা পরীক্ষা আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য উচ্চতর গণিতের পরীক্ষা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে।’
এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ মে নির্ধারিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছিল বোর্ড।
বিবৃতিতে আরও বলা হয়, ইংরেজি প্রথম পত্র ও উচ্চতর গণিতের স্থগিত পরীক্ষা যথাক্রমে ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়, ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত সব বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।