মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- ভোলায় আগামী জুলাই মাসে আরো দুটি কূপ খননের কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বাপেক্স)। কিছুদিন আগে বাপেক্সের একটি টিম জেলায় বিভিন্ন এলাকায় গ্যাস অনুসন্ধান করেন। তাদের অনুসন্ধানে আরো বিপুল পরিমাণ গ্যাসের মজুদ রয়েছে বলে জানান তারা।
এ কারণেই কী পরিমাণ গ্যাস রয়েছে তা নিশ্চিত হতেই সম্ভাব্য এলাকায় কূপ খনন করতে যাচ্ছে তারা।
ভোলার জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে শাহবাজপুর গ্যাসক্ষেত্রে যে পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তার চেয়েও তিন থেকে ৪ গুণ বেশি গ্যাস রয়েছে বলে জ্বালানি মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি। তারা আমাদের জানিয়েছে, জুলাই মাসে আরো দুটি গ্যাসের কূপ খনন করা হচ্ছে। সেখানে বিপুল পরিমাণ গ্যাস রয়েছে। এতে অর্থনৈতিক সমৃদ্ধ জেলায় উন্নত হবে ভোলা।’
ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের বাপেক্স কর্মকর্তা ফিল্ড ইনচার্জ জিল্লুর রহমান জানান, শাহবাজপুর গ্যাসক্ষেত্রে ৪টি কূপে প্রায় ৩৯০ (বিলিয়ন কিউবিক ফুট) বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। তা থেকে পুরো জেলায় দৈনিক সরবরাহ হচ্ছে ৪২ বিলিয়ন ঘনফুট। এ গ্যাস ২২৫ মেগাওয়ার্ট বিদ্যুৎ প্লান্ট, ৩৪ দশমিক ৫ মেগাওয়ার্ট বিদ্যুৎ প্লান্ট ও বেশ কিছু আবাসিক লাইনে গ্যাস সরবরাহ হয়ে আসছে। সে হিসাবে গত ৮ বছরে এ পর্যন্ত গ্যাসের খরচ হয়েছে ২০ বিসিএফ ঘনফুট। এখন অব্যবহৃত রয়েছে ৩৭০ বিসিএফ ঘনফুট।
মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/22-04-2016/মইনুল হোসেন