muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

ময়মনসিংহে বজ্রপাতে নিহত ২

ময়মনসিংহের গফরগাঁও ও ত্রিশাল উপজেলায় বজ্রপাতে দুই শিশু ও কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু।

রোববার (২১ মে) সন্ধ্যার দিকে গফরগাঁওয়ের নিগুয়ারি তল্রী গ্রামে এবং ত্রিশালের কানিহরি কোটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো তল্লী গ্রামের জহির উদ্দিনের ছেলে আসিফ (১৫) ও ত্রিশালের কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামের আবুল ফরাজীর ছোট ছেলে জুনায়েদ (৯)।

আহত দুই শিশুর নাম জানা যায়নি।

নিগুয়ারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজউদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করার সময় বজ্রপাতে কিশোর আসিফ ঘটনাস্থলে মারা যায়। একই সময়ে ত্রিশালে কোটপাড়া গ্রামে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দুই শিশু।

ত্রিশালের কানিহরি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মণ্ডল জানান, আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tags: