ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিকার সংরক্ষণ অধিদফতর।
মঙ্গলবার পৌর শহরের খড়মপুর এলাকায় এ অভিযান চালানো হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের সতর্কবার্তাও দেওয়া হয়। ফার্মেসিতে ফ্রিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও ফ্রিজিং মেডিসিনে সঠিক তাপমাত্রা সংরক্ষণ না করায় ব্যবসায়ী মশিউর রহমান বাবুকে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। এ সময় আখাউড়া থানা পুলিশ সার্বিকভাবে সহযোগিতা করে। অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বলেন, ফার্মেসিতে ফ্রিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও ফ্রিজিং মেডিসিনে সঠিক তাপমাত্রা সংরক্ষণ না করায় ওই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।