muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

পদ্মায় ধরা পড়ল সাড়ে ২৭ কেজির কাতল!

পদ্মায় ধরা পড়ল সাড়ে ২৭ কেজির কাতল!

রাজবাড়ীর পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ২৭ কেজি ৫০০ গ্রাম।

আজ শনিবার সকালে রাজবাড়ী জেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলে খলিল শেখের জালে মাছটি ধরা পড়ে।

জেলে খলিল শেখ বলেন, ‘আজ ভোর থেকে পদ্মা নদীতে আমরা মাছ ধরার জন্য জাল ফেলছিলাম। হঠাৎ জালে টান পড়লে দ্রুত জাল টেনে নৌকায় তুললে মাছটি ওঠে আসে। এতো বড় কাতল মাছ এর আগে কোনোদিন পাইনি। মাছটি শাকিল সোহান মৎস্য আড়তে নিয়ে আসলে এক হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় বিক্রি করি।’

দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া বলেন, ‘মাছ কিনে নেওয়ার পর ১ হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় সৈয়দপুরের এক ব্যবসায়ীর কাছে বিক্রি করি।’

Tags: