কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে হাদী মিয়া (২০) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে উপজেলার মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাদী ময়মনসিংহ জেলার পাগলা থানার চরশাখচূড়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি হোসেনপুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মডেল মসজিদ এলাকায় কাজ করতে বিদ্যুতের লাইনের খুঁটিতে উঠেন হাদী মিয়া। কাজের জন্য বিদ্যুৎ লাইন বন্ধ থাকার কথা থাকলেও বিদ্যুৎ লাইন চালু ছিল। হাদী বিদ্যুতের তারে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকে। এ ঘটনার খবর পেয়ে হোসেনপুর ও কিশোরগঞ্জ স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে নিহতের বাড়ির লোকজন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির হোসেনপুর উপকেন্দ্রে ভাঙচুর করার চেষ্টা করে। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।