রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক সমিতি আন্দোলনের কর্মসূচ দিয়েছে।
সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। এর আগে শনি ও রোববারের জন্য এই কর্মসূচি তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়েছিল।
শনিবার সকালে রাজশাহীর শালাবাগান এলাকায় নিজের বাসার অদূরে অধ্যাপক রেজাউল করীমকে গলা কেটে হত্যা করে। পুলিশ ধারণা করছে ইসলামি জঙ্গিরা এই হত্যাকাণ্ডে জড়িত।
ইসলামপন্থিদের হাতে এর আগে গত বারো বছরে এ বিশ্ববিদ্যালয়ে আরও তিনজন শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। এরা হলেন অর্থনীতির অধ্যাপক ইউনুস, ভূতত্ত্ব ও খনিবিদ্যার অধ্যাপক এস তাহের আহমেদ ও সমাজবিজ্ঞানের অধ্যাপক শফিউল ইসলাম।
এর আগে মুক্তিযুদ্ধের সময় তিনজন শিক্ষককে এই বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানি সেনা ও রাজাকার আলবদররা হত্যা করেছিল। শহীদ শিক্ষকরা হলেন হবিবুর রহমান, সুখরঞ্জন সমাদ্দার ও মীর আবদুল কাউয়ুম।
এছাড়া কয়েক বছর ধর দেশে লেখক, প্রকাশক ও ব্লগারদের কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। যেসব হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।