muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী সংঘর্ষে এক ব্যক্তি নিহত

মুক্তিযোদ্ধার কন্ঠ ডেস্কঃ- কিশোরগঞ্জের ভৈরবের শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছিদ্দুকুর রহমান (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ মে অনুষ্ঠিতব্য শ্রীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী সেলিম ও বাদশা মিয়ার সমর্থকদের মাঝে পোস্টার লাগানোকে কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এর জের ধরে শুক্রবার সকালে বাদশা মিয়ার লোকজন সেলিম মিয়ার সমর্থক স্থানীয় আলম বেপারীর বাড়িতে হামলা চালায়। এ সময় ছিদ্দুকুর রহমান গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে ছিদ্দুকুর রহমানের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উত্তেজিত লোকজন প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে জানা গেছে।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: বদরুল আলম তালুকদার জানান, ঘটনা সামাল দিতে ওই এলাকায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/24-04-2016/মইনুল হোসেন

Tags: