muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

জাদুকরী বোলিংয়ে ক্রিকেট বিশ্বকে মোহিত করেলেন মুস্তাফিজ

স্পের্টস ডেস্কঃ-ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার, বোলিংয়ে তা করছেন মুস্তাফিজুর রহমান। তবে সানরাইজার্স হায়দরাবাদের প্রাণভোমরা ২০ বছর বয়সী বাংলাদেশের এই তরুণ পেসার। দলের সেরা অস্ত্রের সঙ্গে অধিনায়কের রসায়নটাও দারুণ জমে উঠেছে, যার প্রমাণ মিলেছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জয়ের পর।

শনিবার হায়দরাবাদে পাঞ্জাবকে ৫ উইকেটে হারানোর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুস্তাফিজকে প্রশংসায় ভাসান ওয়ার্নার।

কিছুক্ষণ আগেই মুস্তাফিজের জাদুকরী বোলিংয়ের সামনে কাঁপছিলেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। তার চার ওভারে ৯ রানের বেশি নিতে পারেননি অতিথিরা, সাবধানে খেলতে গিয়েও তাকে দিতে হয় দুই উইকেট।

চমৎকার এই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় মুস্তাফিজকে। অধিনায়ক জানান, এই মুহূর্তে নাকি নার্ভাস তরুণ এই পেসার, “সে ততটা ইংরেজি বলতে পারে না। কিন্তু (ক্রিকেটে) সে অসাধারণ এক প্রতিভা।”

ওয়ার্নার জানালেন, কাজ চালানোর মতো ইংরেজিতে তাকে ভরসা ঠিকই যোগান মুস্তাফিজ, “সে সব সময় বলে, নো প্রবলেম বোলিং, টকিং অ্যান্ড ব্যাটিং প্রবলেম।” জাদুকরী বোলিংয়ে ক্রিকেট বিশ্বকে মোহিত করে রাখা মুস্তাফিজ অবশ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘নার্ভাস’ ছিলেন না। বাংলাতেই নিজের ছোট্ট প্রতিক্রিয়া জানান তিনি।

“সবাইকে অনেক ধন্যবাদ। গিফট অনেক ভালো হয়েছে। সবাই অনেক উপভোগ করেছেন।”

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/24-04-2016/মইনুল হোসেন

Tags: