muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপন

পেট্রোলিয়াম বিল ২০১৬ এর ওপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট আজ সংসদে উপস্থাপন করা হয়েছে।
কমিটির সভাপতি তাজুল ইসলাম রিপোর্টটি উপস্থাপন করেন। রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়।

পেট্রোলিয়াম এবং অন্যান্য প্রজ্জ্বলনীয় পদার্থ আমদানি, পরিবহন, মজুদ, উৎপাদন, শোধন, মিশ্রণ এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পুনঃব্যবহার উপযোগীকরণ ও বিতরণ সম্পর্কিত বিধানের প্রস্তাব করে গত ১০ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করেন।
বিলে পেট্রোলিয়াম আইন ১৯৩৪ রহিত করার প্রস্তাব করা হয়েছে।
বিলে বলা হয়, আপাতত বলবৎ অন্য কোনো আইন বা আইনের মর্যাদাসম্পন্ন অন্য কোনো আইনগত দলিলে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধান্য পাবে।
বিলে বলা হয়, ধারা ৩২ এর উপ-ধারা (২) এর অধীন প্রণীত বিধির বিধানাবলী অনুসরণ ব্যতিত, পেট্রোলিয়াম উৎপাদন, শোধন, মিশ্রণ বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে পুনঃব্যবহার করা যাবে না।
বিলে লাইসেন্স ও তাতে বিধৃত শর্ত ব্যতিত পেট্রোলিয়াম আমদানি, পরিবহন, মজুদ ও বিতরণ করতে পারবে না বলে বিধানের প্রস্তাব করা হয়েছে। তবে ২ হাজার লিটার তার কম পরিমাণ পেট্রোলিয়াম মজুদ, পরিবহন করতে শর্তসাপেক্ষে লাইসেন্সের প্রয়োজন হবে না। এছাড়া স্থির ইঞ্জিনে ব্যবহারের ক্ষেত্রে লাইসেন্স দরকার হবে না।
বিলে লাইসেন্স গ্রহণ, প্রদান, পেট্রোলিয়াম পরীক্ষণ, সরঞ্জামের সনদপত্র প্রদান, পরীক্ষণ কর্মকর্তা, পরীক্ষণের ধরন, পরীক্ষণের সনদ, পুনঃপরীক্ষণের অধিকারসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।
বিলে উল্লেখিত বিধান লংঘনজনিত অপরাধ, অপরাধের তদন্ত ও দন্ড বিধানের প্রস্তাব করা হয়েছে। এছাড়া বিলে পেট্রোলিয়ামজনিত দুর্ঘটনা, এর প্রতিবেদন ও অপরাধের বিচারসহ সংশ্লিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট বিধানের প্রস্তাব করা হয়েছে।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/25-04-2016/মইনুল হোসেন

Tags: