muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৪ লাখ ৯৯ হাজার শিশু

কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ৪ লাখ ৯৯ হাজার শিশু

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে কিশোরগঞ্জে ৪ লাখ ৯৯ হাজার ৭শ’ ১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ৭৭৪ শিশুকে দেওয়া হবে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪০ হাজার ৯৪৩ শিশুকে দেওয়া হবে একটি করে লাল রঙের ক্যাপসুল।

রোববার (১১ জুন) বিকেলে কিশোরগঞ্জ সিভিল সার্জন সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম। এ সময় পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আলপনা মজুমদার।

সিভিল সার্জন ডা. মো. সাইফুল ইসলাম জানান, জেলার ১৩ উপজেলার ১১১ ইউনিয়নের (শুধুমাত্র ইপিআই এলাকা) ২ হাজার ৭৭৪ ক্যাম্পে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হবে। এ কার্যক্রমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ১ হাজার ২৫১ কর্মীসহ মোট ৬ হাজার ৭৯৯ স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। কোন শিশু যাতে এ কার্যক্রম থেকে বাদ না পড়ে, সেজন্য বাড়ি বাড়ি গিয়েও খোঁজ নেওয়া হবে।

Tags: