muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

তিন গ্রাম স্বাধীনের দাবি ইউক্রেনের

তিন গ্রাম স্বাধীনের দাবি ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত শনিবার স্বীকার করেন, রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে তাদের বহুল প্রতীক্ষিত পাল্টা আক্রামণ শুরু হয়েছে। এর একদিন পরেই গতকাল রোববার নতুন দাবি করেছে ইউক্রেন। দেশটির দক্ষিণ-পূর্বে রাশিয়ার দখলে যাওয়া তিনটি গ্রাম মুক্ত করার দাবি করেছে দেশটি। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে দেখা যাচ্ছে, দোনেতস্ক অঞ্চলের ব্লাহোদাত্নে এবং নেসকুচনে বসতিতে ইউক্রেনের সেনারা উদযাপন করছে। এ ছাড়া কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী বলেছেন, মাকারিভকাও পুনর্দখল করা হয়েছে।

জেলেনস্কির পাল্টা আক্রমণ শুরুর কথা নিশ্চিত করার পর এটি প্রথমবারের মতো দেশটির তিনটি গ্রাম স্বাধীন করার ঘটনা। তবে এই তিন গ্রাম পতন হওয়া নিয়ে এখন পর্যন্ত মুখ খুলেনে রাশিয়া।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা এক বছরের বেশি সময় ধরে চলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

একই সঙ্গে ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখে রাশিয়ান বাহিনী ইউক্রেনজুড়ে হামলার পরিমাণ অনেক বাড়িয়েছে। গত মাসেই শুধু কিয়েভে ১৭ বার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী।

Tags: