muktijoddhar kantho logo l o a d i n g

কিশোরগঞ্জের খবর

কিশোরগঞ্জে ২০ করাত-কলকে জরিমানা

আশরাফ আলী, কিশোরগঞ্জ থেকে

করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ ভঙ্গের অপরাধে ২০ করাত কলকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। গতকাল ২৫ এপ্রিল ২০১৬ তারিখ সোমবার মোবাইল কোর্ট পরিচালনাকালে করাত-কল (লাইসেন্স) বিধিমালা,

২০১২ ভঙ্গ করে লাইসেন্স ছাড়া করাত-কল পরিচালনা, লাইসেন্স নবায়ন না করা এবং কাঠ ও অন্যান্য বনজ দ্রব্য ক্রয়-বিক্রয় এবং চিরাই এর হিসাব সংরক্ষণ না করার অপরাধে কিশোরগঞ্জ জেলার ঈদ গাঁ রোডের মেসার্স আবু বক্কর স’ মিল, আলামিন স’ মিল ও হাসেন স’ মিল এবং চর শোলাকিয়া এলাকার নূরানী স’ মিল, মেসার্স সুন্দরবন স’ মিল, আহাদ-১ স’ মিল, আহাদ-২ স’ মিল, মোস্তফা স’ মিল, শাহ সুলতান স’ মিল, শাহ সুলতান-২ স’ মিল, শামসুদ্দিন স’ মিল, নিজাম স’ মিল, মারুফ বিল্লাহ স’ মিল, সিদ্দিক স’ মিল, আলমগীর স’ মিল, সুরুজ মিয়া স’ মিল ও গোলাপ মিয়া স’ মিল প্রত্যেককে দশ হাজার এবং ঈদ গাঁ রোডের শাহ পরাণ স’ মিল ও মেসার্স আজাদ স’ মিল এবং চর শোলাকিয়া এলাকার হাসেন-২ স’ মিল প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ পঁচাশি হাজার টাকা জরিমানা করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীল।

উল্লেখ্য, কিশোরগঞ্জে এবারই প্রথমবারের মতো করাত-কল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর মোবাইল কোর্ট পরিচালনা করা হলো।

মুক্তিযোদ্ধার কন্ঠ ডটকম/25-04-2016/মইনুল হোসেন

Tags: