muktijoddhar kantho logo l o a d i n g

আন্তর্জাতিক

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত

৫.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল উত্তর ভারত

ভারতের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকার পাশাপাশি রাজধানী নয়া দিল্লিতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত এই ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ‘ভূমিকম্পের মূল মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল জম্মু-কাশ্মীরের দোদা অঞ্চল। এটি ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছে।’

জম্মু-কাশ্মীরে উৎপত্তি হলেও ভারতের রাজধানী দিল্লি থেকেও এর কম্পন টের পাওয়া গেছে। ভারতের পাশাপাশি পাকিস্তানের লাহোর থেকেও ভূমিকম্পের তীব্রতা টের পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে।

Tags: