muktijoddhar kantho logo l o a d i n g

খেলার খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা, কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের

টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা, কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের

তৃতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করা হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ পর্যন্ত এই দুই বছরের চক্রে আইসিসির পূর্ণ সদস্য ৯টি দেশ অংশগ্রহণ করবে। যেখানে ২০২৫ সালে ইংল্যান্ডের লর্ডসে ফাইনাল অনুষ্ঠিত হবে।

দুই বছরের এই চক্রে সবকটি দলকেই কমপক্ষে তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলতে হবে। আগের মতোই পয়েন্টের শতকরা হিসেবে নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্টকে। অফিসিয়ালি এই তৃতীয় আসর শুরু হচ্ছে আসন্ন অ্যাশেজ সিরিজ দিয়ে। ১৬ জুন থেকে এজবাস্টন টেস্টের মধ্যে দিয়ে শুরু হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের এই সিরিজ।

আগের বারের মতো এবারও জয়ী দল পাবে ১২ পয়েন্ট। টাই হলে পাবে ছয় পয়েন্ট এবং ড্র হলে পাবে চার পয়েন্ট।

আইসিসির পূর্ণ সদস্য ৯টি দেশ হলো, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ।

দুই বছরের এই চক্রে বাংলাদেশ ঘরের মাঠে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে খেলবে। আর প্রতিপক্ষে মাঠে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানে খেলতে যাবে। প্রতিটি সিরিজই হবে দুই ম্যাচের।

নয়টি দল এই চক্রে সমান সংখ্যক ম্যাচ খেলবে না। তবে অর্জিত সম্ভাব্য পয়েন্টের শতাংশের ভিত্তিতে সেরা দুই দল নির্বাচিত হবে।

ইংল্যান্ড যেমন এবারের চক্রে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে ২১টি। এরপর ভারত ও অস্ট্রেলিয়া খেলবে ১৯টি করে। যেখানে এই তিনটি দল ৫ ম্যাচের সিরিজও খেলবে।

Tags: