muktijoddhar kantho logo l o a d i n g

দেশের খবর

ভালুকায় চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা, আটক ৩

ভালুকায় চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা, আটক ৩

ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক নারী পোশাক শ্রমিককে(৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই নারী ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে আহত হয়েছেন।

শুক্রবার (১৬ জুন) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মায়ের মসজিদ এলাকায় চলন্ত বাসে এই ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকার একটি ক্লিনিকে ও পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় বাসের চালক-হেলপারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- বাসচালক টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার রাকিব (২১), হেলপার ময়মনসিংহের ত্রিশালের রায়মনি এলাকার আরিফ (২০) এবং সুপারভাইজার একই উপজেলার আনন্দ দাস (১৯)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গণমাধ্যমকে জানান, অভিযান চালিয়ে চালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

Tags: