muktijoddhar kantho logo l o a d i n g

জাতীয়

কংগ্রেসম্যানদের চিঠিতে মিথ্যা তথ্য রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

কংগ্রেসম্যানদের চিঠিতে মিথ্যা তথ্য রয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং কংগ্রেসম্যানদের চিঠিতে ভুল তথ্য রয়েছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে এ বিষয়ে জানতে চাওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

সোমবার (১৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।

এ কে আব্দুল মোমেন বলেন, ‌‘কংগ্রেসম্যানদের চিঠিতে মিথ্যা তথ্য আছে, ভুল আছে। তারা বলেছে যে, শেখ হাসিনার আমলে ৬০ শতাংশ হিন্দু দেশছাড়া হয়েছেন। এ তথ্য ভুল। আপনাদের এ বিষয়ে প্রশ্ন করা উচিত।’

যুক্তরাষ্ট্রে সরকারের কোনো লবিস্ট নেই দাবি করে তিনি বলেন, ‘সেখানে আমাদের কোনো লবিস্ট নেই, আমরা বাদ দিয়ে দিয়েছি। বরং যারা লবিস্ট নিয়োগ করেছে; তাদের বলেন যেন আল্লাহর ওয়াস্তে দেশের কীভাবে উন্নতি হয়, জ্বালানি আনা যায়, সেসব বিষয়ে যেন লবিস্টদের কাজ করায়।’

সরকার স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু সরকার কিংবা নির্বাচন কমিশন চাইলেই হবে না, সব দলকেও সুষ্ঠু নির্বাচন চাইতে হবে। আমরা চাই সবাই নির্বাচনে সহায়তা করুক।

এদিকে চীনের সম্মেলনে নয়, বরং প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘চীনের একটি সম্মেলনে প্রধানমন্ত্রী আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু সে সময় প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাবেন বলে চীনে যেতে পারবেন না। আমরা চীনকে এ বিষয়ে সবিনয়ে জানিয়েছি।’

যুক্তরাষ্ট্র-ভারতের দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ইস্যুতে কথা বলতে সরকার ওকালতি করছে না বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

Tags: